জামি’আ ইবনে মাসউদ রাযি. বসিলা গার্ডেন সিটি, মুহাম্মদপুর, ঢাকা ,১২০৭

মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

বাদ সালাম, আশা করি ভালো আছেন।

আপনারা জানেন যে, হযরতওয়ালা শাইখুল হাদীস মুফতী মনসূরুল হক সাহেব (দামাত বারাকাতুহুম)-এর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত “জামি‘আ ইবনে মাসউদ রা.” দারুল উলূম দেওবন্দ-এর নেসাবে একটি খালেস দীনী শিক্ষা প্রতিষ্ঠান। শুধু তাই নয়, জামি‘আ ইবনে মাসউদ রা. সম্পূর্ণ রাজনীতিমুক্ত এবং দাওয়াত, তালীম ও তাযকিয়ার সমন্বয়ে দীনের চতুর্মুখী খেদমত আঞ্জাম দেওয়ার লক্ষ্যে সহীহ ওয়ারাসায়ে আম্বিয়া তৈরির এক বিশ্বস্ত প্রতিষ্ঠান।

এই প্রতিষ্ঠানে মেধাবী, এতিম ও গরীব ছাত্রদের জন্য ফ্রি থাকা-খাওয়া ও লেখাপড়ার সুব্যবস্থা রয়েছে। উক্ত প্রতিষ্ঠানে নূরানী, মকতব, হিফজ বিভাগসহ কিতাব বিভাগের তাইসীর থেকে শরহে জামী জামা‘আত পর্যন্ত এবং ইফতা বিভাগ ও হযরতওয়ালা (দামাত বারাকাতুহুম)-এর খানকাহও রয়েছে।

নতুন শিক্ষা বছরে (১৪৪৪-৪৫ হিজরী) জামি‘আর সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য লিল্লাহ তহবিলে আনুমানিক ৪০,০০,০০০/= (চল্লিশ লক্ষ) টাকা এবং সাধারণ তহবিলে আনুমানিক ৮০,০০,০০০/= (আশি লক্ষ) টাকার প্রয়োজন।

সুতরাং, আপনার খেদমতে বিশেষ আবেদন, পবিত্র মাহে রমযান, কুরবানী ও বছরের বিভিন্ন সময় আপনার যাকাত, ফিতরা, নফল দানসহ এককালীন দান এবং মাদরাসার বিশেষ, বার্ষিক অথবা মাসিক আজীবন সদস্য হওয়ার মাধ্যমে সদকায়ে জারিয়ায় অংশগ্রহণ করুন এবং আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবকে উৎসাহিত করার অনুরোধ করছি।

আল্লাহ তা‘আলা আপনাকে উভয় জাহানের কামিয়াবী দান করুন এবং রমযানের ৭০ গুণ বেশি সাওয়াব দান করুন। আমীন।

সদকায়ে জারিয়ার ফযিলত

আল্লাহ তা‘আলা বলেন, (তরজমা) তোমরা কল্যাণের কাজে যা-ই খরচ করবে, তা মূলত তোমাদের জন্যই
(আখেরাতে জমা হয়ে থাকবে)। [সূরা বাক্বারা: ২৭২]

নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহী ওয়াসাল্লাম বলেন, (তরজমা) তোমাদের মৃত্যুর পর তার সকল আমল বন্ধ হয়ে
যায়, তবে তিনটি সূত্রে তার আমলের সাওয়াব জারি থাকে, এক. সদকায়ে জারিয়া, দুই. উপকারী ইলম,
তিন. নেক সন্তান- যে তার জন্য দু‘আ করে। [সহীহ মুসলিম: হাদীস নং-১৬৩১]


আজীবন সদস্য ফরম

মা‘আস সালাম

মুফতী মনসূরুল হক দা.বা.
মুতাওয়াল্লী ও সভাপতি,
জামি‘আ ইবনে মাসউদ রা.
# ০১৭১২ ৭৯৭১৮১

জামি‘আ ইবনে মাসউদ রাযি. লিল্লাহ
আল ওয়াদিয়া চলতি হিসাব নং ১৫৭১৩৩০০০১৮৩৪
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড
বসিলা শাখা, মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭

মাওলানা মুজাহিদুর রহমান
মুহতামিম,
জামি‘আ ইবনে মাসউদ রা.
# ০১৯১১ ৩৫৩২৮১

জামি‘আ ইবনে মাসউদ রাযি. সাধারণ
আল ওয়াদিয়া চলতি হিসাব নং ১৫৭১৩৩০০০১৮২৩
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড
বসিলা শাখা, মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭

Scroll to Top